গোপালগঞ্জ বাসির দাবি ঢাকা - গোপালগঞ্জ বাস ভাড়া সর্বোচ্চ ৩৫০ টাকা করা হোক।তাদের দাবি কিলোমিটার হিসেবে ঢাকা থেকে গোপালগঞ্জের ভাড়া আসে ২৮০ টাকার মতো।সেই হিসেবে যদি বাস ভাড়া ৩৫০ টাকাও নেয় তাহলে যাত্রীদের অনুকূলে আসে এবং তা হবে নিজ্য ভাড়া।এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আন্দোলন চলছে।এছাড়াও যাত্রীদের দাবি পদ্মাসেতু চালু হবার পরে যেসকল বাস ভালো সার্ভিস দিবে তাদের সেবাই গ্রহন করবে তারা।আগামী ২৫ জুনে পদ্মা সেতুর উদ্বোধনের পরে অনেক নতুন বাস চালু হবে।এসকল বাসের মালিকদের উদ্যেশ্যে যাত্রীরা ফেসবুক আন্দোলন করছে।তাদের অভিযোগ,বর্তমানে যে বাসগুলো চলাচল করছে,তাদের সার্ভিস তুলনামূলক ভাবে সুভিধা ভালো নেই। তাই আশা রাখছে আগামীতে নতুন বাসগুলো ভালো সার্ভিস দিবে।তাদের আরো দাবি প্রতিটি বাসে ইমাদ গাড়ির মতো চার্জের পোর্ট রাখতে হবে।পদ্মাসেতু চালু হবার পরে যাত্রীদের যাতায়াতে সময় যেমন কম লাগবে তেমনি বাস মালিকদের খরচ ও কমে যাবে।তাই বাস ভাড়া ৪০০ টাকার নিচে রাখতে হবে।এই নিয়ে ফেসবুকে ইতিমধ্যে তোলপাড় লেগে গেছে।এছাড়াও গুলিস্তান ছাড়াও কদমতলী থেকে গোপালগঞ্জ বাস চলাকাল চালু করা হোক। এতে ঢাকার অভন্তরে থেকে যানজট পার করে গুলিস্তান যেতে হবেনা।ফলে খুব অল্প সময়ের মধ্যে বাড়িতে যেতে পারবে।
সম্প্রতি ইউটিউবে একটি ভিডিওতে একজন বিশিষ্ট আলেম ফুরাত নদী সম্পর্কে ভবিষ্যৎ বাণী ব্যাখ্যা করেছেন।রাসূল সা: ফুরাত নদি সম্পর্কে বলেছেন যে,"যতক্ষন না পর্যন্ত ফুরাত নদীর পানি শুকিয়ে একটি স্বর্ণের পাহাড় বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হচ্ছেনা। "। রাসূল সা: আরও একটি ভবিষ্যৎ বাণী করেছেন,"অচিরেই ফুরাত নদী শুকিয়ে একটি স্বর্ণের পাহাড় বের হবে।" এখন আজকে আমাদের মূল কথা হচ্ছে, রাসূল সা: স্বর্ণের পাহাড় বলতে সত্যি কি স্বর্ণকে বুঝিয়েছেন? নাকি অন্য কিছুকে স্বর্ণের মূল্যের সাথে তুলনা করে বলেছেন? আপনাদের কি মনে হয়? * আমরা জানি বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে।এখানে ইউরোপের দেশ গুলো রাশিয়া তেল নেওয়া বাতিল করেছে। রাশিয়া ও ইউরোপে তেল রপ্তানি করা বন্ধ করে দিয়েছে।ফলে ইউরোপের বাজারে তেলের সংকট দেখা দিয়েছে প্রকট।ফলে ইউরোপ দেশগুলো বিকল্প রাস্তা খুচছে। আপনারা ভাবছেন ফুরাত নদীর পানি শুকিয়ে যাওয়ার সাথে তেলের কি সম্পর্ক? তবে ঐ বিশিষ্ট আলেম রাসূল সা: এর ভবিষ্যত বাণীর এই ব্যাখ্যা দেন যে, রাসূল সা: স্বর্ণের পাহাড়ের ব্যাখ্যা হচ্ছে তেল। অর্থাৎ রাসূল সা: তেল ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন