গোপালগঞ্জ বাসির দাবি ঢাকা - গোপালগঞ্জ বাস ভাড়া সর্বোচ্চ ৩৫০ টাকা করা হোক।তাদের দাবি কিলোমিটার হিসেবে ঢাকা থেকে গোপালগঞ্জের ভাড়া আসে ২৮০ টাকার মতো।সেই হিসেবে যদি বাস ভাড়া ৩৫০ টাকাও নেয় তাহলে যাত্রীদের অনুকূলে আসে এবং তা হবে নিজ্য ভাড়া।এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আন্দোলন চলছে।এছাড়াও যাত্রীদের দাবি পদ্মাসেতু চালু হবার পরে যেসকল বাস ভালো সার্ভিস দিবে তাদের সেবাই গ্রহন করবে তারা।আগামী ২৫ জুনে পদ্মা সেতুর উদ্বোধনের পরে অনেক নতুন বাস চালু হবে।এসকল বাসের মালিকদের উদ্যেশ্যে যাত্রীরা ফেসবুক আন্দোলন করছে।তাদের অভিযোগ,বর্তমানে যে বাসগুলো চলাচল করছে,তাদের সার্ভিস তুলনামূলক ভাবে সুভিধা ভালো নেই। তাই আশা রাখছে আগামীতে নতুন বাসগুলো ভালো সার্ভিস দিবে।তাদের আরো দাবি প্রতিটি বাসে ইমাদ গাড়ির মতো চার্জের পোর্ট রাখতে হবে।পদ্মাসেতু চালু হবার পরে যাত্রীদের যাতায়াতে সময় যেমন কম লাগবে তেমনি বাস মালিকদের খরচ ও কমে যাবে।তাই বাস ভাড়া ৪০০ টাকার নিচে রাখতে হবে।এই নিয়ে ফেসবুকে ইতিমধ্যে তোলপাড় লেগে গেছে।এছাড়াও গুলিস্তান ছাড়াও কদমতলী থেকে গোপালগঞ্জ বাস চলাকাল চালু করা হোক। এতে ঢাকার অভন্তরে থেকে যানজট পার করে গুলিস্তান যেতে হবেনা।ফলে খুব অল্প সময়ের মধ্যে বাড়িতে যেতে পারবে।
বন্ধুরা টেলিগ্রামের নিজস্ব সাইট Not pixel অতি দ্রুত গতিতে লিস্টেড হতে যাচ্ছে । হাতে আর মাত্র একমাস সময়ই রয়েছে আপনার । খুব ই ভালো একটা সাইট ।আপনি চাইলে নিচের লিংকে স্পর্শ করে Not pixel এর একজন সদস্য হয়ে যেতে পারেন । টেলিগ্রামের নিজস্ব সাইট নভেম্বর মাসে লিস্টেড হবে|| https://t.me/notpixel/app?startapp=f7893095980
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন